আন্দোলনরত কৃষকের কথা
ভাবতে ভাবতে আমি নিজেই কখন
চাষী হয়ে গেছি বুঝিনি সেদিন!
তাদের আত্মার আত্মীয় হয়ে গেছি ।
কখন যে চাষির সবুজ ক্ষেত হয়ে গেছি!
আমার বুকে জন্ম নেয়
ধান গম আলু, ভুট্টা মকাই!
নিজেকে নিয়ে গর্ব মনে হয়,
মনে হয়, আমি আজ অন্নদাতা!
রাজা প্রজা সবার মুখে অন্ন জোগাই!
পরক্ষণেই সম্বিৎ ফিরে পাই,
তোমাদের স্পর্ধা তো কম নয়!
আমার বুকের রক্তে বোনা
ফসলে তো আমার-ই অধিকার!
তুমি কে হে, আমার ফসলের
নীতি নির্ধারক!
আমার স্পন্দিত বুকের রক্তে লাগে দোলা,
মনের জমিন হয় শক্ত!
রক্ত-শপথ তীব্রতর হয়,
জীবন চলে গেলেও,
আমার ক্ষেতি-জমিনের অধিকার,
ফসলের অধিকার আমার!
আমি আমার ফসলের স্বাধীনতা
অন্যের হাতে তুলে দেব না!
ওই আকাশের দ্বিতীয়ার চাঁদ জেনো
কৃষকের হাতিয়ার,
ওই কাস্তেই শিখিয়েছে
লড়াই করে বাঁচতে
যেদিন পূর্ণিমার চাঁদের মতন
লাল আগুনে কাস্তেটা জ্বলে উঠবে
সেদিন অত্যাচারী বুঝবে,
সেদিন বুঝবে———
সেদিনের বুঝি আর দেরি নেই!