কুহেলিকার চাদর জড়ানো শীতের ভোরে,
কেমন যেন এক ঘোর লাগা আবেশ বুকের পরতে পরতে,
জানালার শার্সিতে লেপ্টে থাকা আলাপী কুয়াশার আদুরে ছোঁয়ায় আবেগিক তন্ময়তায় আচ্ছন্ন মনটাকে টানতে থাকে—
শীত কুয়াশার মায়াবী ওমে বুকের বাম অলিন্দের খাঁজ থেকে বেড়িয়ে আসা শীত-
উপাখ্যানে জড়িয়ে থাকা গল্পেরা আলতো টুকি দিয়ে যেতে অদ্ভুত শিহরণ জাগে!
আশ্চর্য রকমের আদুরে গন্ধে মন উতলা,
মগজের এন্টেনা জুড়ে অসংখ্য কথার মিছিল ,
কুয়াশার আবছায়াকে ঘিরে থাকে,
আমি ভাবাবেগে হারিয়ে ফেলি নিজেকে,
হৃদয়ের পলেস্তারা খসানো কার্নিশের চির ধরা একচিলতে জায়গা জুড়ে নামহীন কবিতার গলিপথে কুয়াশার ছোঁয়া পেতে আবেগী মনটা ছুটছে তো ছুটছেই–