কিছু স্বপ্ন আজও অধরা ।
আবার কিছু গদ্য, আপনাআপনি হয়ে গেল ছড়া ।
দুঃখের জীবন হঠাৎ সুখে ভরা ।
আসলে, জীবনে আমাদের ইচ্ছে মতো কিছু হয় না ।
ভালো স্বপ্ন ভাগ্যে সয় না ।
কল্পনা কখনও বাস্তব হয় না ।
আবার না চাইতেই, কখনও কখনও মেলে অনেক কিছু ।
আবার কখনও কখনও , ব্যর্থতা আসে জয়ের পিছু পিছু ।
কোন কিছুই হচ্ছে না আমার ইচ্ছে মতো ।
স্বপ্ন ভাঙ্গার যন্ত্রনায়, তাই আমি ক্ষত- বিক্ষত ।
সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ,
তোমারাও শুনেছো নিশ্চয় ।
তবে ক্ষেত্রেই কেন এরূপ ব্যতিক্রম ?
মৃত্যুর আগেই দুয়ারে দাঁড়িয়ে যোম ।