এতো এতো স্মৃতি- মুখ সকাল দুপুরে
কীভাবে রাখবো রোজ মগজ মুকুরে !
কিছু মুখ মন জুড়ে , কিছু মান্দাসে
কিছু আসে ভীড় ফুঁড়ে , কিছু অভ্যাসে ।
বাকি মুখ ঘুম ঘুম ঘনত্বে ঢাকা
দীর্ঘ অদেখা চোখে চোখ এলে রাকা ।
কিছু করো অভিমান , কিছু করো রাগ
কীভাবে বোঝাই বুকে আমারও বেহাগ !
ভুলে গেছি ঠিক ভেবে , ভুল যদি ভাবো
তোমাদের ঢেউ পেতে কূলে কূলে যাবো ।
জমে আছো অসমান মেঘের ভাঁড়ারে
মনে মেঘ মাখালেই বৃষ্টির দাঁড়ে ।