যা গেছে তা চলেই গেছে, ফিরবে ভাবো, না রে না
অজগরে গিলতে পারে, উগলে দিতে পারে না ।
অজের মতো থাকলে পরে, অজগর তো হারবে না
গজের মতো বিশাল হলেই, গিলতে সে আর পারবে না ।
বাঘের পিঠের সাওয়ার জানে, নামলে পরে হয় কি হাল
নামবে না তাই থামবে না তাই, রইবে বসে ঠিক ত্রিকাল ।
বাঁচতে হলে থামাও প্রথম বাঘ নামের ওই হিংস্র ত্রাস
বাঘই তখন সাওয়ারটাকে কামড়ে ছিড়ে করবে গ্রাস ।
নিঃশ্বাসে আর বিষের হাওয়া টনবে না কেউ, তাই কি চাও?
শিকড় সমেত তাহলে সব বিষের বৃক্ষ উপড়ে দাও ।