ওই যে কিষাণ,ওই যে কিষাণী
সবার-ই অন্নদাতা,
সঙ্কটে তাদের কে আছে বলো,
নেই বুঝি কোন ত্রাতা?
দিল্লির রাজপথে কেন আজ
কৃষকের অভিযান,
খোলা আকাশের নিচে বসে
ওরা,দেয় কেন স্লো-গান?
কোন্ অবিচারে,বাড়ি-ঘর ছেড়ে
ওরা আজ রাজপথে,
শীতের দিনে ওদের কেন
রাত কাটে ফুটপাতে?
বানালো যারা তোমাদের রাজা,
নয় তারা আজ গণ্য,
তারা অতি নগণ্য,
ধন্য হে রাজা,ধন্য।
গন্ -গনে দ্বিতীয়ার চাঁদ
ওদের হাতের কাস্তে,
ওই কাস্তে শেখায় ওদের
লড়াই করে বাঁচতে!
কাস্তে যখন খড়্গ-কৃপাণ,
খাটে না কোন ফিকির,
ফকিরকে সে বানায় রাজা,
রাজাকে বানায় ফকির।