একই সূর্য উঠে প্রতিদিন,
আসে না তো একই সকাল!
“কাল”- এর সঙ্গে মেলে না যে “আজ”
“আজ”-এর সঙ্গে কাল!
কাল ছিল একমুখ রোদ হাসি
আজ কেন মেঘে ঢাকা
সে আকাশ- মুখ!
কাল ছিল বকুলের শাখে শাখে
শাখা ভরা ফুল!
আজ দেখি পুষ্পহীন শাখারাজি,
তরুতলে পড়ে আছে কত যে
ফুলের লাশ!
কাল ছিল আনন্দমুখর এক
সোনালী সকাল,
আজ কেন আতঙ্কিত দিনএক
ত্রাসে ভরা ভীষণ ভয়াল!