স্বখাত সলিলে
নিমগ্ন করো না
তোমার মানসীকে,
তরুলতাসম মেলিতে দাও
নীল আকাশের নীচে ।
শত শত রূপে দেখা দেয় সে
জলপরি সুধাময়ী
ঠাঁই দাও তার সুঠাম দেহকে
অঙ্গুলিত্রয় মাঝে।
কজ্জ্বল ছোওয়া আঁখি যুগল
কখনো ফিরোজা, কখনো তমসা
কখনো কুয়াশা ভেজা ।
সারা দিন রাত
নয়নাঙ্গনে —-
রঙ্গিনী ছাঁচে
ঊর্বশী হয়ে নাচে ।