কবিতার পিছে ছুটিনি যে আমি
ভালোই বেসেছি বটে
এ থেকেই মোর কাব্যের প্রতি
সরাসরি যোগ ঘটে!
বলিনি যে তারে আমি ভালোবাসি
কবিদের ভরা সভায়
বলিনি যে তারে তোষামোদ করে
মনে সে তৃপ্তি জাগায়!
এই ভাবে আমি ধীরে ধীরে বটে
দিনু তারে স্থান হদয়ে –
কবিতা যে সেটা মর্যাদা দেবে
আমি তো বুঝিনি সেটা এ!
আজ এতদিনে, কবিতাকে নিয়ে
কল্লোল যবে দেখি
মনে মনে ভাবি কষা সে অঙ্ক
উত্তর দ্যাখো একই!
কবিতাকে আমি করেছি স্বাধীন
আপন কলম বলয়ে
তারই তরে যত শব্দ আমার
রেখেছি যতনে সাজায়ে
আজ দেখি তাই সেই সে কবিতা
কল্লোলে হিল্লোলে
তারই নামেতে ছন্দ রাখতে
“ন্যোতা” হাতে দিলো তুলে!
পত্রপাঠেতে, নমিতা তাপস
সেই অনুরোধ রাখে আজ
পরিয়ে দিলো গো আমার মাথায়
কবিতারই নব তাজ!