ছেঁড়া-ফাটা কাপড়ের মতো
দৈন দশা ফুটে বেরোচ্ছে চারদিকে,
তবু তা চোখে পড়ছে না।
মানুষ হাসতে হাসতে
গণতন্ত্রের-উৎসবে ভোট দিতে গিয়ে,
লাশ হয়ে ঘরে ফিরে আসছে।
তবু তা চোখে পড়ছে না।
মা কাঁদছে।
মাটি কাঁপছে।
কান পেতে শোন।
ছেঁড়া-ফাটা কাপড়ের মতো
দৈন দশা ফুটে বেরোচ্ছে চারদিকে,
তবু তা চোখে পড়ছে না।
মানুষ হাসতে হাসতে
গণতন্ত্রের-উৎসবে ভোট দিতে গিয়ে,
লাশ হয়ে ঘরে ফিরে আসছে।
তবু তা চোখে পড়ছে না।
মা কাঁদছে।
মাটি কাঁপছে।
কান পেতে শোন।