দূরত্বের কাছাকাছিই ঘোরাঘুরি করে গভীর নৈকট্য,
মনস্তাত্ত্বিক ঘোরে মশগুল বেহিসেবী সময়,
মনকেমনের ইচ্ছেরা লুটোপুটি খায় অবান্তর খেয়ালে,
বিশ্বাসের ঠিকানা আগলে রাখে নির্ভুল ব্যাকরণে।
প্রতিশ্রুতির ভীড়ে হারায় প্রান্তিক কথামালা,
জমে জমে স্তূপীকৃত স্মৃতিচিহ্ন ডাকে হাতছানিতে,
হঠাৎ দমকা হাওয়ার অনুপ্রবেশ খোলা জানালায়,
উড়ে চলে যায় অতীতের কিছু ধূলিকণা,
মনলিপির সম্ভারে পড়ে না কোনো অবাঞ্ছিত আঁচড়।
প্রহর গড়িয়ে পড়ে বেভুল সরল পথে,
আবেগের ভাঙাগড়া চলে হৃদয়ের মোহনায়,
দূর ফিরে আসে কাছের দোরগোড়ায়,
সন্তর্পণে নির্বাক ছায়াতলে সাজায় খুনসুটির অভিলাষ,
নিখাদ আলোয় মুছে যায় কাছে দূরের ব্যবধান।