তার পায়রা ওড়াচোখ
নীলশাড়ি, স্কুলব্যাগে
নদী ঢেউ ঢেউ শরীর
বুকে আশ্চর্য চাঁদবাসা
আশ্বিনের নীল সাদা চিবুক
ঠোঁটে শ্যামলমেঘ
রামধনু ছড়িয়ে হাঁটে আকাশ
গোপনে উঁকি দেয়
ক্ষণে ক্ষণে বন্যমেঘ
বিদ্যুতের দাঁত নখ ভেজায় শরীর
আমার ডাইরির পথ বেয়ে
সমুদ্রমুখ
নিঃশ্বাসে নিঃশ্বাসে পাখিদের
শ্রুতিলিখন
পানকৌড়ি হয়ে সারা সময়
ডুবে আর উঠে
সলজ্জ আয়নায় লিখি চিঠি
পৌষের পথ পার হলেই আঁকি চুম্বন
আমার মনখারাপের দিনগুলিতে
বয়ে নিয়ে আসতো আলতো
সৌন্দর্যের রং
বুনোফুল ঘ্রাণ আর শীতল হাওয়া
হাতে হাতে রেখে দিত তরঙ্গের
প্রজনন
কলেজ রঙের মেয়েটি
না ফিরবে
আর কোনো দিন ফিরবে না