ভীষণ রকম বাড়ছে বোঝা ,
বোঝা পাপের বিষ হুলে ;
হুলে-র হলের তীব্র দহন ,
দহন জ্বালায় দগ্ধ শোকে ।
শোক-এর বারুদ উড়ছে ভূ -এ ,
ভূ-এর গরল শুষবে কে ?
কে হবে তার রক্ষা কবচ ?
কবচ কলির গড়বে কে ?
কে ওড়াবে ধ্বংস নিশান ?
ধ্বংস নিশান যুগের শেষে ?
শেষে-র প্রদীপ নিভন্ত প্রায় ,
প্রায় শব জড় দেহের ত্রাসে ।
ত্রাসে-র গ্রাসে জড়ভরৎ ,
জড়ভরৎ ঘোর অসংযমে ;
অসংযমের চড়ছে পারদ ,
পারদ ছুঁয়ে নগ্ন কলি ;
কলি- র করাল আর্তনাদে ,
আর্তনাদে-র ডমরু যাচে ;
যাচে ফিরে ন্যায় বিচার ।
বিচার হবে মাশুল গুনে ,
গুনে রাখো শেষ প্রহর ;
প্রহর শেষে লকলকিয়ে ,
লকলকিয়ে জ্বলছে ‘ধ্বজা’ ;
‘ধ্বজা’-য় লাগা শেষ আগুন !!