দায়িত্ব ও কর্তব্যের দ্বিধাবিভক্ত আমিকে
যুক্ত করে কর্ম।
কখনো ব্যক্তিগত তো কখনো ব্যষ্টিগত।
কোথাও আবেগ, কোথাওবা বাধ্যবাধকতা,
কোথাও দোলাচল তো কোথাও দৃঢতা।
কোথাও কঠোর তো কোথাও নমনীয়,
এত বৈচিত্র্যতায় একাকী আমি,
অবিচলতায় শুধু কর্ম।
দায়িত্ব ও কর্তব্যের দ্বিধাবিভক্ত আমিকে
যুক্ত করে কর্ম।
কখনো ব্যক্তিগত তো কখনো ব্যষ্টিগত।
কোথাও আবেগ, কোথাওবা বাধ্যবাধকতা,
কোথাও দোলাচল তো কোথাও দৃঢতা।
কোথাও কঠোর তো কোথাও নমনীয়,
এত বৈচিত্র্যতায় একাকী আমি,
অবিচলতায় শুধু কর্ম।