মনের মাঝে ভালোলাগার আবেশ
নতুন কোন ভাবনা দিচ্ছে ধরা,
দেখি শিক্ষা আলোর প্রতিফলন
শিশুর সপ্রতিভ সরল হাসি ভরা।
কৌতূহলী মুখের সারি সুধায়
গাছে সবুজ পাতা ফুলের ডালা!
দিনের বেলায় সূর্য ওঠে কেন
রাতে আকাশে চাঁদ আর তারা?
হাওয়ায় দূরে দূরে মেঘ চলে ঐ
বৃষ্টি কখন যেন ছুঁয়েছে ধরা!
পাখিরা ডানা মেলে ওড়ে কেমন
সাঁঝের বেলায় ঠিক নীড়ে ফেরা!
মানুষ কেন শ্রেষ্ঠ?কোন সে জ্ঞানে
জীবন এগিয়ে চলে নদীর ধারা,
ভবিষ্যতে নতুন পথ খুঁজে যায়
কর্মে জীবন সফল হবে সারা….