কমলা গাঁয়ের শ্যামলা মেয়ে –
দেখি তোমায় চেয়ে ,
ডাগর চোখের ওই চাওয়াতেই
উঠছি আমি গেয়ে ।
পা দুটি তার আলতা রাঙ্গা
নূপুর দিয়ে বাঁধা,
রিনিঝিনি সুর উঠল বেজে
মনে জাগল ধাঁধাঁ ।
গান দরিয়ায় ভাসিয়ে তরী
চলল ধীরে ধীরে ,
সুরের মধুর মুর্চ্ছনাতে
ঠেকল গিয়ে তীরে ।
খোঁপায় গোঁজা কনকচাপা
গলায় জুঁইয়ের মালা ,
ভীরু চোখে চারিদিকে চায়
কমলা গাঁয়ের বালা ।
নদীর জলে সিনান করি
হাতে ফুলের সাজি ,
মন্দিরেতে পূজার ক্ষণে
শঙ্খ উঠল বাজি ।
ডাগর চোখের মদির চাওয়ায়
উঠল জাগি নেশা ,
মন দরিয়া উথাল পাথাল
পাইনা কোনো দিশা ।
তোমার রূপের সুবাস আজি
আমায় আছে ছেয়ে ,
ভালোবাসায় তোমায় খুঁজি
ও শ্যামলী মেয়ে ।