উঠোনে আটকে রয়েছে এখনো ঝড়
যে কোনও সময় ঘরে ঢুকে যেতে পারে,
বৈশাখ মাস পঁচিশ তারিখ এলো –
কবে চলে গেছো এখনো ঘর আঁধার।
সোনার তরীতে খেয়া পেরিয়েছ কবে
নিরুদ্দেশের নৌকার মাঝি দেখে,
আজও কেউ বসে পড়ছে কবিতা খানি-
কালস্রোত আজও পারেনি দাঁত ফোটাতে।
প্রভাত রবির ছবি আঁকে এ পৃথিবী
যত পুরাতন গীতাঞ্জলি সে হোক,
কলম যে তার সোনার ঝর্ণা ধারা-
অমৃতই জানি সে গান বা কবিতা হোক।
তোমাকেই ছুঁতে চেয়েছে বাঙালি মন
আকাশে বাতাসে তোমার গানের সুর,
নীলাকাশ যেন খুশির আনন্দে ভাসে-
বাঙালি চেতনা রবীন্দ্রে ভরপুর।
কবিতা ও গানে যে ঐক্য তান আনে
বড়ো দরকার আজ বিভেদের দিনে,
বাঙালির কবি বিশ্বের ও কবিগুরু –
প্রণাম জানিয়ে শুভ দিন হোক শুরু।।