কবিতা আমার খুব ভালো বন্ধু,আমার প্রেমিকা
সে দূরের কোন ডানা কাটা পরী নয়
নয় স্বপ্নে দেখা কোন বিস্ময় অপ্সরা যুবতী
কবিতা আমার প্রথম ভালোবাসা
প্রথম প্রেমের অহংকার
যার নিবিড় স্পর্শ আমাকে উন্মাদ করে তোলে
যার মুখোমুখি হলে চারপাশে ছড়িয়ে পড়ে অনন্ত মুগ্ধতা
শব্দে শব্দে কবিতা আমাকে অসম্ভব দুঃসাহসী করে দেয়
খুলে দেয় আমার দু’চোখের দরজা জানালা
কবিতা আমাকে সুতীক্ষ্ম বোধে খনন করতে করতে
ভীষণ রক্তাক্ত করে আর টেনে নিয়ে যায়
প্রকৃত জীবনের মুখোমুখি…
ফিরে তাকাতেই নির্বোধ দূর্বৃত্ত সময় পাশ থেকে
হো হো হেসে ওঠে,কেড়ে নিতে চায় আমার অবিচ্ছেদ্য অস্তিত্ব
কবিতা আমার প্রতি মুহূর্তের অবলম্বন,
অনুব্রত অন্তর্যামী
দেখেছি, কবিতা নিজেকে লিখে লিখে নিজেই
কবিতা হয়ে ওঠে
আমি শুধু শব্দে শব্দে হাত ঘুরিয়ে যাই
এঁকে যাই তার অন্তর্লীন শব্দ শরীর
কবিতা আমাকে অনবরত স্বপ্নের কথা বলে
কবিতা আমাকে স্বপ্ন দেখা শেখায়
অক্ষরে অক্ষরে অন্তর্গত করে রাখে আমাকে
আর কানে কানে বলতে থাকে অবদমন
ও আক্রমণের বিরুদ্ধে দায়বদ্ধতার কথা
আমি উদ্দীপ্ত হই, উদ্বুদ্ধ হই
বৃত্ত ভেদ করে বেরিয়ে আসি পথে
এগিয়ে যেতে থাকি সামনের দিকে
যেতে যেতে আর অক্ষর বানাতে বানাতে
আমি আমার কবিতার মুখোমুখি হই
আমার মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখে কবিতা ।