মন কেমনের দিনে
গেলাম এক কবিতার রাজ্যে।
চারিদিকে শুধুই কবিতা,
মুঠো মুঠো কবিতা নিলাম তুলে ঝুলিতে,
জানা অজানা বহু কবিতার সঙ্গে হল সাক্ষাত।
চতুর্দশপদী সনেট একটু আভিজাত্যে মোড়া।
কি সুন্দর তার অনুভূতি,
একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়লাম।
কিছুদূরে লিমেরিকের রাজত্ব,
বেশ ছিমছাম, প্রাণবন্ত।
দেখলাম হাইকুর মিলনমেলা,
শত শত হাইকু কবিতা সুগন্ধিত করেছে বাতাসকে।
ল্যাবেরি কবিতামন্ডলী স্তবকে স্তবকে ছড়িয়েছে প্রাণের বিন্যাস।
ছিল ক্কাসিদা,
বেশ খটমট, পারলাম না কিছু বুঝতে।
চলে এলাম ছোট ছোট কবিতাঞ্চলে,
ছিল ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার।
কারও নাম রুবাই,তো কারও নাম সিজো।
গজল কবিতায় দেখলাম মেতেছে আকাশ
মেতেছে বাতাস
এসেছে প্রেম তার ডালি নিয়ে।
আকন্ঠ পান করলাম।
পছন্দের কিছু তুলে নিলাম সংগোপনে।
স্তরে স্তরে সাজাবো মনে,
ভরাবো খাতার আনাচে কানাচে।