শিমূলের সুরে বাজে বসন্ত বীণা
পলাশ পরাগে ফোটে ফাগুনের ফুল ,
দৃশ্য এসেছে , কবিতাকে পাচ্ছি না
অথচ প্রকৃতি মন্তাজে নির্ভুল ।
আমের শাখায় মুকুলেরা এসে বসে
বাতাসে বাহার ভরেছেন ঋতুরাজ ,
কথামৃত’র মালাকার রসেবশে
ঘন হলো রোদ , কবিতা এলো না আজ ।
প্রকৃতির পাশে প্রেমিকা দাঁড়ালে নদী
নদী বয়ে বয়ে প্রেমিকের আনচান ,
আনচান টানে পূর্ণিমা আসে যদি
মন্তাজ হবে কবিতার সাম্পান ।