কবিতার শরীর জুড়ে সংকটকাল উপস্থিত।
উষ্ণ শোণিত স্রোতধারায় ঝরছে ছন্দেরা।
কোথাও নেই এতোটুকুও আড়ম্বরের ঘনঘটা।
ইচ্ছেরা সীমা লঙ্ঘন করে বারংবার স্পর্শ করে চলেছে কবিতার পবিত্রতাকে।
নেশাতুর মন কলম ছুঁয়ে কবিতার গায়ে এঁকে চলেছে চরম উন্মাদনা।
চিরমুক্ত সদা হাস্যোজ্জ্বল কবিতারা আজ অপয়া, অচ্ছুতের তকমায় সুসজ্জিত।
জাগ্রত হয়ে উঠেছে কবিতার সকল সুপ্ত অনুভূতিগুলো।
চিরবিদ্রোহ ঘোষণা করেছে নিশ্চুপ শব্দেরাও।
দিনলিপি জুড়ে চলছে শুধুই ঝরাপাতার হাহাকারের মর্মর ধ্বনি।
কলমের কালিও শুষে নিচ্ছে কবিতার সকল মাধুর্যতা।
কবিতারা প্রতিচ্ছবি হয়ে পড়ে আছে এলোমেলো ভাবনার উঠোনে।