ডাস্টবিনে খাবার খুঁজতে গিয়ে ছেঁড়া কাগজে নজর মেয়েটি।
শিরোনাম ,”নির্বাচনে খরচ নাকি কয়েক শো হাজার কোটি!”
ঠিক নিচে আর এক খবর,” কন্যা সমৃদ্ধি বাঁচাও বেটি,”
আসে না বিকার সে ধর্ষন শিকার,হারিয়েছে আশ্রয়,ঘটি বাটি!
স্কুল গেছিল কয়েক বছর,মা বাবা,ভাই নিয়ে,ভরা সংসার,
বুক বেঁধে ছিল প্রতিষ্ঠার,মেয়েদের শিক্ষিত হওয়া দরকার।
স্কুল থেকে ফেরা,আলো আঁধার পথ, শিহরণ উঠলো মনে,
ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিলো ফাঁদ পাতা চোখ ঝোপ ঝাড়ের কোণে!
থানা পুলিশ হাসপাতাল,অভিযোগ বিধস্ত শরীর টেনে হাজির,
আকছার ঘটে! কন্যা সমৃদ্ধি বটে,এমন রোজই গন্ডাখানেক নজির।
ফেরার পথে সেদিন টানলো শরীর খেকো কিছু কুলাঙ্গার,
ঠাই হলো না গ্রামে,বিচারে সে নাকি দোষী,তার শরীরের ধার!
আইন আদালত সব আছে,মানবতা পোস্টার হোর্ডিং জুড়ে,
লোভ লালসায় এ সমাজ দেখে ধর্ষিতা শরীর ঘুরে ঘুরে।
নারীর জন্য বরাদ্দ হয় পরিকল্পনা,আবাস যোজনা ঘর,
লুটেপুটে খায় সেসব, নারী শরীরের মতো নেতা চামচা মাতব্বর!
নীতি আছে,ভীতি আছে গভীর জলে কুমির,বাঘ সিংহ ডাঙায়,
পাগলী সাজিয়ে বের করে দেওয়া দোষী নেতা বিন্দাস চোখ রাঙায়।