যতই তোমায় বলি,
আমি তোমার কবিতার প্রেমে পড়ি।
আমায় প্রেম পায় না।
আমারা দুজনে খুনসুটি করি,
রাত ভোর জেগে গল্প করি,
তবু প্রেমে পড়ি না।
ভাবুক মনে সব যাই ভুলে
তুমি বলো এ তোমার প্রেম।
প্রেমে পড়লে মানুষ কি সব যায় ভুলে?
দিন কে ভাবে রাত!
রাত যে কেমন করে হয় দিন!
রবিবার কে শনিবার ভেবে ভুল!
তুমি হেসে বললে, বুঝলে প্রেমে পরলে এমনটা হয়!
যতোই বোঝাই আমি প্রেমে পড়ি না,
আমায় প্রেমে পড়তে নেই!
আমারা দুজনায় খুব ভালো বন্ধু
তুমি বললে, এই যে হাসছো,
হঠাৎ কাঁদছো, বলো, এ তবে কি?
বললাম যে,মানুষ ঠেকে শেখে, আঘাত পায়,
হোঁচট খেয়ে গড়িয়ে পড়ে খাদের কিনারায়।
আবারও প্রবল আত্মবিশ্বাস নিয়ে উঠে দাঁড়ায়।
তাকে কি আর প্রেম পায়!
শুধু জানি তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে।
নানান অছিলায় তোমার সাথে দেখা করতে ইচ্ছে করে।
ইচ্ছে করে তোমার না বলা কথা গুলো শুনতে।
তোমায় ভীষণ আপন লাগে!
বুকের ধুকপুকে অচেনা ভয় বাসা বাঁধে !
আবার বিশ্বাস করতে মন চায়!
মন চায় তোমায় ভালো তে রাখতে।
তোমার জন্য এই অপেক্ষা ছিল আমার জন্ম জন্মান্তরের!
জানি,জীবন মানেই একটা গল্প, হয়তো একটা উপন্যাস!
চাই না আর নতুন কোন দুঃখের গল্প জমাতে।
অথচ দেখো দুঃখ ছাড়া জীবন যেন জীবনই নয়!
তবু আমায় প্রেম পায় না!
ভালোবাসায় ভরা মন শুধু জানে ভালোবাসতে!
তুমি বললে, “এ তুমি কেমন তুমি!”
গোধূলি বেলার অস্তরাগে রাঙিয়ে দিয়ে যাও!!