হাজার কথার মাঝে আমি সেই কথাকেই খুঁজি,
তন্ন-তন্ন খুঁজে দেখি বই, পুঁথি আর পাঁজি ।
পণ্ডুলিপির কাছে গিয়ে শুধাই বারে-বারে,
বিলীন হলো সেই কথা কি গভীর অন্ধকারে ?
ছিন্ন পাতার ওষ্ঠভাঁজ আজ নিয়েছে মৌনব্রত,
এতো শুধাই তবু জবাব হয়না মনঃপূত !
স্মৃতির পাতা উল্টে দেখে চিহ্ন কিছু খুঁজি,
অচিহ্নের আঁকিবুঁকিই স্মৃতির এখন পুঁজি!
যে কথাটি স্পষ্ট ভাবে লিখতে যে মন চায়,
অস্পষ্টের জটিল জটে জড়িয়ে শুধু যায়!
যে ভাবনা মনের চোখের ছিলো অন্বেষণে,
হঠাত্ কেমন উধাও হলো কালের অন্ধটানে!
মন-শ্রাবণ কেঁদে আকুল অব্যক্ত ধারা,
বানভাসি আজ সেই কথাটি হৃদয় আকুলপারা !