দেবযানী ,
আমি কচ
বহুদিন পর ……
উদগ্রীব জেনে নিতে তোমার খবর !
মনে পরে ?
বলেছিলে ….. ‘ রমণীর মন ,
সহস্র বর্ষের সখা সাধনার ধন ‘ ।
তখন আমার মনে ছিল এই কথা ,
মৃতসঞ্জীবনী বিদ্যা জানুক দেবতা !
প্রেম সেথা অর্থহীন কর্তব্যই আগে ,
তাই ত্যাগ করেছিনু সেদিন তোমাকে ।
আজ এই সমাগত বসন্তের দিনে ,
বারবার পরিতেছে তোমাকেই মনে ।
তখন কিশোর আমি তুমিও কিশোরী ,
সঁপেছিলে আপনাকে হাতে হাত ধরি ।
মিথ্যে অহংকারে আমি সেদিন প্রভাতে ,
ফিরে আসি দেবলোকে দেবতার হিতে ।
প্রেমে ব্যর্থ হয়ে তুমি দিলে অভিশাপ ,
আমার অভীষ্ট বিদ্যা অপূর্ণই থাক !
আমি বর দিয়েছিনু … ‘ তুমি সুখী হবে ,
ভুলে যাবে সব ব্যথা অতুল বৈভবে ‘ ।
আজ বুঝি সেই ‘ বর ‘ অভিশাপই ছিল ,
যযাতি তোমায় যত বাসুক না ভালো !
প্রথম প্রেমের কাছে সব মূল্যহীন ,
কিশোরী মনের কথা বুঝিনি সেদিন ।
বহুদিন পর ,
দেবযানী আজ আমি বুঝে গেছি সার !
নিজেকে গোপন আমি পারিনি করিতে ,
তোমার প্রেমের কথা আজও ভুলে যেতে ।
সকলের কাছে তাই বলে যেতে চাই ,
দেবযানী ,
পরের জন্মে যেন তোমাকেই পাই ।