প্রখর নিদাঘ জ্বালা গরমে হাঁসফাঁস,
ফুটিফাটা মাঠঘাট আগুন বাতাস।
অগ্নিবানে জর্জরিত সবে নাজেহাল,
জীমূতের নেই দেখা প্রকৃতি বেহাল।
স্বেদবারিধার ঝরে ওষ্ঠাগত প্রাণ,
তপন আতপে দহে ধরা অনির্বাণ।
শীর্ণকায় নদীধারা শুষ্ক খাল বিল,
নিঝুম মধ্যাহ্ন বেলা ডেকে ফেরে চিল।
গাছপালা ম্রিয়মান তৃষিত কাতর,
ফসল ঝলসে মাঠে বিবর্ণ বিস্তর।
বিকরাল পরিস্তিতি ধ্বস্ত চরাচর,
কিসে পাবো পরিত্রাণ ভাবনা নিরন্তর।