ওরা শাসক, ধ্বংসলীলায় আছে মেতে ।
আমরা জনতা, অসহায় ,
সবকিছুই মেনে নিতে হচ্ছে মাথা পেতে ।
আমরা জড়, মৃতপ্রায় ।
ওদের আছে অস্ত্র, আছে লোক বল ।
আর আমরা কাঙালের দল ,
ভাগ্যে লেখা আছে দুটিই রুটি ।
তার জন্যই তো এত মিটিং মিছিলে ছোটাছুটি ।
যেন দয়ার দানে বেঁচে আছি ।
সর্বত্রই একই অবস্থা, দিল্লি থেকে রাঁচি ।
আমাদের সৃষ্টিটাই এক প্রকার ভুল ।
জন্ম থেকেই যেন ওদের হাতের পুতুল ।
এই সমাজের বুকে বৃথা আমাদের অস্তিত্ব খোঁজা ।
জীবনের কাছে নিজেই হয়েছি বোঝা ।
একটাই পরিচয়, ওরা শাসক আমরা প্রজা ।