ওগো বসন্ত প্রেয়সী শ্রেয়সী তুমি
মুগ্ধতায় চেয়ে আঁখি শুধু তোমা পানে,
প্রকৃতি অনন্ত নিখিলে রঙের বিলাস
জীবনের কোলাহল হারায় কোন খানে!
নদীর ধারে পাড়াগাঁয়ে কত অপরূপ তুমি
নির্জনে বহে নদী ছলাৎ ছলাৎ,
পল্লবিত বনরাজি বাতাস খেলে তায়
বলাকা পাখসাট তুলে উড়ে যায় হঠাৎ।
পলাশ আগুনে লাল যেদিকে তাকাই
কোকিলের কুহু ধ্বনি মধ্যাহ্ন বেলায়,
আঁকাবাঁকা মেঠো পথে বাউলের গান
হাওয়ায় হাওয়ার মতো মন সুরে ধায়।