লাল সালোয়ার ঝুলছে রুপালী গ্রিলে
ওখানে কি কেউ আছে !
ওই জানালায় এত মেঘ আর রোদের হল্লা কেন
ওখানে কি কেউ আছে !
সামান্য এক বাড়ির এতটা কিসের অহংকার
ওখানে কি কেউ আছে !
চিরকিশোরের অবাক দু’চোখে থমকে দাঁড়ায় কেন
ওখানে কি কেউ আছে !
লাল সালোয়ার ঝুলছে রুপালী গ্রিলে
ওখানে কি কেউ আছে !
ওই জানালায় এত মেঘ আর রোদের হল্লা কেন
ওখানে কি কেউ আছে !
সামান্য এক বাড়ির এতটা কিসের অহংকার
ওখানে কি কেউ আছে !
চিরকিশোরের অবাক দু’চোখে থমকে দাঁড়ায় কেন
ওখানে কি কেউ আছে !