আমি তোমার দালাল নই, সূর্যাস্ত
আমি তোমার গোপন মারুবেহাগ।
মিসিসিপির জলে আমার রাগ।
জলকে আমি বলতে আসি
আমি তোমার তারিফ করি ম্যানহাটান।
আমেরিকার নুন খেয়েছি, নুন কী অভিমান?
দেশ ছেড়েছে বলেই ওরা নিজের দেশ পেলো।
মিসিসিপির জলে আমার রাগ।
জলের নীচে আমার দুটো কবিতা আর্বিতে
রক্তলাল হবে সেদিন আমেরিকার নদী।