এই তুমি কেমন তুমি,
তুমি বলো এই কবিতা তোমার
মন থেকে লেখা নয়! নয় তোমার মনের কথা!
খুব হালকার ছলে লেখা।
তুমিই বলো কবি,
মনের গভীরের অন্তঃস্থলে শব্দরা ধরা না দিলে কেমন করে বলো গুটি গুটি পায়ে বুকে রক্তক্ষরণ ঘটিয়ে কবিতার প্রসবণ হয়?
সৃষ্টি হয় একটি একটি করে অনবদ্য কবিতা।
মা যেমন কতো কষ্ট ত্যাগ স্বীকার করে পেটে ধরে নয় মাস পর জন্ম দেয় প্রিয়তম সন্তান কে দেখায় ভোরের আলো।
তেমনি তুমিও রাতজাগা পথিক হয়ে জন্ম দাও একটি একটি করে নতুন কবিতার নুতন দিনের আলোয়।
প্রতিটি কবিতাই হোক সন্তান সমতুল্য।
আর আমি নাম না জানা কোন এক গুণমুগ্ধ পঠিকা।
আমি সেগুলো কে পরম যত্নে স্নেহ করি। আগলে রাখি বুকের স্লেফকেসে।
এইটুকুই পরিচয়ে না হয় থাকি তোমার অন্তরে।
কোন ভালোবাসার নাম ধরে ডেকো না আমায়।
ডেকো না আমায় প্রিয় নাম টি ধরে।
ভুল করেও লিখো না আমায় নিয়ে কোন কাব্য কথা।
গেঁথে না কোন শব্দ, স্বপ্ন হার সাজিয়ে।
কখনও যদি কদাচিৎ কাজের ফাঁকে মনে পড়ে আমায় কারণে অকারণে, চেয়ে দেখো নীল আকাশের মেঘে আমি রোদ্দুর মেখে ঠিক সেই আগের মতো হাসছি তোমারই শুভকামনায়।