ইচ্ছে হলে গো আবার এসো তবে ফিরে
শ্রাবণ বারিষ শেষে নিশি অবসানে
মালতী কসুমে ভরা এই গৃহে ধীরে
বৃথা কেন থাকো দূরে রাগ অভিমানে।
বিরহের দাবানলে জ্বলছে যে মন
এক মুঠো জোছনার একটু ছোঁয়ায়
আঁধার ঘুচিয়ে আনে আলোর স্বপন
মরুভূমির বুকেতে মরুদ্যান ছায়।
তরু ঘেরা এ সদন পথ চেয়ে রয়
খুশি মত্ত মনে তারা বরণের তরে
যদি গো এপথে আসো সুখী তাতে হয়
বসন্ত বিরাজে তবে সদন প্রান্তরে।
রাঙা হাসি ভরা রাশি তরু ছায়া বাসে
আনন্দ প্রীতি সুধা বাগে জাগে রাশে।