গগনে গরজে মেঘ এসেছে আষাঢ়
অলকার পথ পরে কাদম্বিনী ধায়
গুরু গুরু মেঘ নাদ নভ তল ছায়
সঘন দিগন্ত পার ঢেকেছে আঁধার।
প্রকৃতির আবেশন জলদ বাহার
চাতকের খুশি মন নভ পানে চায়
কদম্ব কুমুদ সুখি বৃষ্টিস্নাত তায়
শন্ শন্ বায়ু ফেরে ভুবন মাঝার।
ঝর ঝর বারিধারা বিহঙ্গ নিশ্চুপ
জল থৈথৈ মাঠ ঘাট ধরিত্রীর রূপ।
কৃষক হরষে করে ধানের আবাদ
বাতাসেতে ভেসে আসে উচ্চ কেকা রব
বিচঞ্চল গাভি দলে ত্রাসে করে নাদ
সতেজ হয়েছে তরু দোলে শাখা সব।