আচ্ছা এমনটা কেন হয় বলতে পারো ?
তোমাকে কাছে পেতে চেয়েছিলাম আরও ,
কিন্তু তুমি দিলে না অনুমতি ।
সত্যিটা জেনেও, মন দিল না মোরে অব্যাহতি ।
শত ডাকেও তুমি কাছে আসো না ।
তবু তোমাকে পাবার বাসনা ,
মনের মধ্যে আজও আছে লুকিয়ে ।
তুমি তো কবেই চলে গেছো, আমার ভালবাসার ঋণ চুকিয়ে ।
তবু কেন জাগ্রত সুপ্ত আশা মোর মনে ।
এতদিনে হয়তো তোমাকে বশ করেছে অন্যজনে ।
হয়তো রেঙে উঠেছ অন্য কারো শাখা- সিঁদুরে ।
আর তোমাকে ভুলতে না পেরে, যন্ত্রনা আমায় খাচ্ছে কুরে কুরে ।
বলতে পারো এমনটা কেন হয় ?
হৃদয়ে রেখাপাত ক্ষণিকের পরিচয় ।
আমিও হয়তো ভবিষ্যতে অন্য কাউকে নিয়ে রচিবো সংসার ।
কিন্তু জীবনে আসবে কি ফিরে, আমার প্রথম প্রেম আবার ?