কত কত স্মৃতি নানা অছিলায়
দারুণ প্রভাবশীল!
ওদের হাতে ক্রীড়ানক হয়ে দিনযাপনের
দুঃস্বপ্ন পেছন পেছন ঘোরে।
সেখান থেকে বাঁচতে উদ্ধারকারীরা কোথায়?
হাপিত্যেশ হয়ে দিন গুজরান!
তবুও অতীতের কিছু অত্যুজ্জ্বল মুহুর্ত
এখনো জ্বলজ্বল মনের আনাচে-কানাচে,
সেখানেই মাথা তুলে দাঁড়াবার ইন্ধন নিয়ে
আরো কিছুটা পথ এগিয়ে যাওয়া।
সেখানেই কুপ্রভাবের হাতছানি খুব সহজেই এড়ানো ,
এখানেই মানসিক দৃঢ়তায় মানুষটার চোখে বরমাল্য,
এখানেই সুন্দরের উপাসনায় কুস্মৃতিদের
সম্ভাব্য পরাজয়ের লিখন।
কত কত স্মৃতি হোক না দুরাত্মার ছলে
খুব খুব ছলনাময়ী,
তবুও তবুও স্থির লক্ষ্যে হব হবই জয়ী।