নিবন্ত আগুনকে প্রয়োজনে জ্বালাতে হবে
তাই হৃদয়ের আঙিনায় জড়ো করছি যত –
ক্রোধ, বিতৃষ্ণা, সঞ্চিত যত প্রতিবাদ।
অদৃশ্য কিছু বদ শক্তি ছড়ায় অঙ্গনে অজস্র কুমন্ত্রণা
ধমকে, চমকে সহস্র কুৎসিত মুখ মেলে আকাশে।
তুমিও কি নৌকা বদলে উঠবে লোভের জাহাজ চূড়ায় ?
তুমিও কি পরবে লোভের মুখোশ,বিবেকের গলা টিপে ?
দিগন্ত বিস্তৃত জনস্রোত … এখনও ন্যায়ের আশায় বসে,
এসো একত্রিত করি বোধগম্যতা, মনুষ্যত্ববোধ।
কালের আহ্বান কি শুনছো ,ওই ডমরু বাজে
সময় নাহয় জ্ঞানশূন্য মৃতবৎ, স্থবির,নিস্তেজ
আগামীর পাতায় হাজার প্রশ্নচিহ্ন উত্তর চায়
অন্তত একজন বীর্যবান পুরুষত্বের অহংকারে
লক্ষ পৌরষত্বের বীজ বপন করে দেখাও।
জেগে যারা ঘুমায় তাদের ঘুম ভাঙানো পন্ডশ্রম
পারলে তাদের ঘুমকে নির্বিঘ্ন করতে ঘরে তালা দাও
ওরা জাগলেই কলরব , ওরা দখলের নেশায় মাতাল
এখনি বর্ম পড়ে তোমার লুক্কায়িত রণসাজ উন্মুক্ত করো।
একটা সবুজ সকালের বড় সাধ আছে
তাইতো স্বপ্ন খুঁড়ে খুঁড়ে রং মাখিয়েছি
জীবনের আলপথ ধরে ধরে ক্লান্তি ঝেড়ে হেঁটেই চলেছি
জানি জোনাকির আলোই ভরসা এ গহন তমসে।
আমার মনবারান্দায় এখনও রোদ অপর্যাপ্ত, হেসে ওঠে।