সুন্দরীর মিষ্টি হাসির সঙ্গে
বেতস লতার মতো কোমল হাতে
ধূমায়িত এক কাপ-“চা” পেলে,
বিষণ্ণ বিকেল কখন
মুহূর্তে প্রসন্ন হয়ে যায়,
আমি নিজেই জানিনে।
তাপ-দগ্ধ বৃক্ষেরা যেমন
বর্ষার হিমেল স্পর্শে
সতেজ সবুজ হয়ে ওঠে,
এক কাপ চায়ের চুমুকে
আমার ক্লান্ত অবসন্ন মন
কখন সজীব সতেজ হয়েওঠে
আমি নিজেই জানিনে!
কী এক অপূর্ব স্বাদ
অন্তর গভীরে ক্রিয়া করে!
মনের ক্যানভাসে ফুটে ওঠে
অচেনা অজানা অনেক কুমারী মুখ,
কচি কোমল কিশোরী-ছোঁয়ায়
চম্পাকলি সে আঙুল ডগায়
দুটি পাতার একটি কুঁড়ি উঠে আসে!
দার্জিলিং চায়ের মিষ্টিগন্ধে
কী এক আবেশ আনে মনে,
বিষণ্ণ বিকেল কখন
মুহূর্তে প্রসন্ন হয়ে যায়
আমি নিজেই জানিনে!