একই জীবনযানে কত কত জন্মবগি
বাড়িয়ে বাড়িয়ে নিয়ে এগিয়ে চলেছি
এক অজানিত গন্তব্যের জন্ম পাবো বলে ।
প্রতিটি কামরা কোলে ভুল-ঠিক , শোক -অশোক ,
আলাপ-বিচ্ছেদ , আনন্দ -দুঃখ – সুখ , জয় -পরাজয়
পাশাপাশি বন্ধুর মতো গলাগলি জেগে আছে স্থির ।
এক আশ্চর্য প্রশ্বাসপুঞ্জ ফুটে আছে
আগামীর ডেকে যাওয়া ইঞ্জিনের শ্বাসে ।
কীভাবে অ-পান্থ হবো , প্রমত্ত ডাক না থামালে !
দেওয়া -নেওয়া , চাওয়া – পাওয়া শেষ না হতেই
উঠে পড়ি পেছনের আগের বগিতে ।
সময়ের সবুজ সিগন্যাল পেয়ে
ক্রমাগত কোথায় চলেছি আমি
মহাজ্ঞানী প্রকৃতির নক্ষত্র নেত্র কী জানে !
কীভাবে নিরস্ত হবো , জন্মের নাড়ি না ফুরালে !