একেবারে নয় , পর্বে পর্বে এসো
আকন্ঠ নয় , সমীচীন ভালো বেসো ।
চির সবুজের আশালতা থাক দূরে
মাঝে মাঝে দিও প্রচ্ছায়া ফুরফুরে ।
পদ্মার ক্ষুধা কিভাবে মেটাবো বলো ?
তিতাসের লয়ে বয়ে এসো ছলোছলো ।
পেতে আছি হৃদে শীতলপাটির ছায়া
রিখটারে রেখো বসতির প’রে মায়া !
প্রতুল প্রীতির ভয়ে ভীত সঙ্গতি
ভাগে ভাগে দিও স্বাতীর শিশিরে মোতি !
পাহাড়ের পায়ে পিষে হতে পারি গুম
পিলসুজ -পথে হেঁটে হবো ঝুমঝুম !
একেবারে নয় , ঠোক্কর খাবো চরে
টুপ্ টাপ্ টুপে ভরে রেখো অন্তরে ।
অখন্ড পেলে বরবাদ হতে পারি
কুঞ্জভঙ্গে ডেকে যেও শুকসারি !