বছর ঘুরিয়া বঙ্গ জুড়িয়া
একুশ আসিলো ফিরে,
শহিদ মিনারে ফুল মালা হারে
ধূপের সুবাসে ঘিরে।
ভাষার দাবিতে যে বাহান্নতে
প্রতিবাদী রাখে দাবি,
ছাত্র ছাত্রী সবে সরোষে সরবে
মুখরিত করে ঢা.বি।
ছলনার সাজে পাকি চালে রাজে
উর্দুকে চাই মানা,
শুনিয়া ক্রোধে নিতে প্রতিশোধে
সংগ্রামে বাঁধে দানা।
ফেব্রুয়ারির একুশের দিনে
বিষাদ নাকাড়া বাজে,
রক্ত স্রোতে পথঘাট ভিজে
শহিদ বলিতে সাজে।
কৃষ্ণচূড়া লাল লালিমায়
প্রীতির বারতা দিয়ে,
শ্রদ্ধা জানায় সকল শহিদে
প্রাণের আর্তি নিয়ে।