কিছু পিছুটান অতীত জাগায় কুয়াশায় ঘেরা ভোরে,
প্রয়াত কান্না চিহ্ন খুঁজতে কড়া নাড়ে জোরে জোরে।
একসাথে খেলা একসাথে পড়া একসাথে ছিল বিয়ে
তিরিশ বছরে চলে গেলে তুমি আমাকে ছেড়ে যে দিয়ে।
মনের বেদনা কাউকে বোঝানো সহজ নয় গো প্রিয়
বুকের মাঝেতে উথাল পাথাল মলম লাগিয়ে দিও।
স্বপ্ন ছিল যে ছেলের বিয়েটা হবে ধুমধাম করে
সব তছনছ চুপিচুপি চলে গেলে একা ফেলে ঘরে।
দিয়েছিলে কথা শুধুই ঘুরব তুমি আর আমি মিলে
কথাটা না রেখে মাঝপথে হাত ছেড়ে কেন তুমি দিলে!