কিভাবে বলো, রাতে ঘুম আসে ।
শূন্য ঘরে, তুমি নেই পাশে ।
দীর্ঘ তিরিশ বছরের অভ্যাস ।
নিমেষে শূন্য চারিপাশ ।
চলে গেছো তুমি অজানার দেশে ।
কখন ফিরবে বাড়ী ?
কে আর বলবে ভালবেসে ।
কত ভাব, কত আড়ি ,
কিন্তু এ যে একেবারে ছাড়াছাড়ি ।
কার কাছে রেখে গেলে আমারে ?
একা করে দিয়ে তোমারই সংসারে ।
বিয়ের পর মেয়েও হয়েছে পর ।
তার যে এখন নতুন ঘর ।
খোঁজ নেয় অবশ্য মাঝে মাঝে ।
কিন্তু তোমর মতো না যে ।
ও যে এখন ব্যস্ত ভীষণ কাজে ।