সেদিন নীরবতা এসেছিলো চুপিসারে গহীনরাতে,
আমিও জেগে রইলাম জোনাকিদের সাথে,
এখন সঙ্গী বলতে বালিশ,চাদর আর সিগারেট,
ভাবলাম ধোঁয়ার টানে কষ্টগুলো করবে মাথা হেট,
কিন্তু হয়নি কোনো সুরাহা
আবেগি চঞ্চল মন বেপরোয়া,
জানি না কবে আসবে শান্তির নিদ্রা চোখে,
একরাশ নিশ্চিন্তের ভোর উপহার দেবো তোকে,
ধোঁয়ার টানে সিগারেট ক্রমশ পুড়ে হচ্ছে ছাই,
তোর মধ্যেই আমি আমার ভালোবাসা খুঁজে পাই ll