একলা পথের সঙ্গী খুঁজে বেড়াই মিছে পথের পাশে
প্রপঞ্চময় জগত জুড়ে মায়ার খেলা খেলতে গিয়ে
রঙ্গরসের অভিনয়ের মেলায় ভিড়ে যাই যে মিশে
আসা যাওয়ার একলা পথে কতনা কেউ সাথের সাথী ,
পরের জায়গা জমিন জুড়ে মনের সুখে ঘর যে বাঁধি ,
কত হাসি গানে প্রাণের টানে নিত্য ভাসি কালের স্রোতে ।
তবুও তো সেই দিনের শেষে একলা পথে শূণ্য হাতে,
ফিরে যাওয়ার পথের ধারে সেসব বুঝি রইলো পড়ে,
একলা জীবন প্রহর শেষে একলা হয়ে ফিরবে ঘরে।