একতাই বল
অচিন পুরের ঘন সবুজে ভরা জঙ্গলে পশুপাখিরা আজ মহাচিন্তায় পড়েছে। ময়না টিয়ারা দেখেছে একদল মানুষ এই সবুজ নষ্ট করে নগর বানাবে। আর পশুপাখি দের বিদেশে পাঠিয়ে দেবে। সবাই মিলে সভা করে ঠিক করল হাতি ও গন্ডাররা ওদের যন্ত্রপাতি ভাঙচুর করবে আর সবাই মিলে আক্রমণ করবে মানুষ গুলোকে। ঈশ্বর অলক্ষ্যে হাসলেন,হায় মনুষ্যত্ব এবার হবে উচিৎ শিক্ষা। নিদিষ্ট দিনে শুরু হল সবুজ নির্ভরশীল প্রণীদের বাচাঁর লড়াই। জিতল জঙ্গলের প্রাণীদের মিলিত শক্তি, হারল মানুষ।