ধনীর মেয়ে হঠাৎ বায়না করে
ওই এক চামচ দুঃখ কিনে এনো
সুখ সাগরে ভেসে আছি বলে
দুঃখের সাথে বন্ধুত্ব হয় যেন।
এক চোখে সুখ এক চোখে দুখ দেখি
ব্যাপারটা তো ভীষণ গরমিল লাগে
একটু করে দুঃখ পরখ করে
ধনী কন্যার যদি টনক জাগে।
জানো ধনী কন্যা বুঝতে পারে
দুঃখ কষ্ট মনের মধ্যে থাকে
যেমন করে মামনি যে দুঃখ
আঁচল দিয়ে ঢাকে।।
দুঃখ এখন প্রতি পদে পদে
অলি গলি সর্বত্র যে ঘোরে
চারিদিকে দাউ দাউ জ্বলছে আগুন
জটলা বসে প্রতি মোড়ে মোড়ে।