নাভির নীচে তুমি যখন পিঁপড়েটাকে থাকতে দিলে
সেটাই আমি
তোমার ঘরে হঠাৎ ঢুকে বেরিয়ে গেল একটা লোক
সেটাই আমি
স্বপ্নে তুমি দেখতে পেলে গলার কাছে রিভলভার
সেটাই আমি
পতন আর পাপ জমেছে দীর্ঘ পাঁচ মাইল পথে
সেটাই আমি
তোমার পিঠে হাড়ের নীচে যে কামড়াল
সেটাই আমি
শূন্য থেকে তোমাকে তুলে যে বলে এসো শূন্যে মরি
সেটাই আমি
যে পিঁপড়েটা এখানে ছিল, গেল কোথায়?
হ্যাঁ, বলছি তো, সুখের চেয়ে, সোনার চেয়ে
পিঁপড়ে ছিল অনেক দামি।