ফ্রন্টিয়ারে বৃষ্টি। দ্রুত হ্রদের কিনারে চলে এসে
শেষ গান শেষ করে মারা যাচ্ছে রাজহাঁসগুলি
ভয়াবহ। পালটে দাও খুলির ভেতর পুরে রাখা
তুলো দিয়ে ঢাকা ব্যাটারির সেল, ভাল্ভ, কাঠগুঁড়ো
ঘুমালেও পায়ের চেনের শব্দ কম্বলের নীচে
মোম আর কটু অ্যামোনিয়া ছাড়া এবার বসন্তে
আমের বৌলের গন্ধ পেয়ে যাব জানলা খুললে
ভয় হয় যদি সব গোলমাল করে ফেলি; দূর
মরুভূমি দিয়ে যেতে যেতে ফাঁকা সরাইখানায়
যদি দেখি সেই দীর্ঘ শাদা দাড়ি বৃদ্ধ চা খাচ্ছেন?
কার বেশি চমকাবার কথা, কুড়ি দিনে যে আমাকে
তৈরি করে ফেলে গিয়েছিল বনে, তার না আমার?
গোধূলির আগে যদি কোনও দোষ করে থাকি, তবে
ফ্রন্টিয়ারে হ্রদের কিনারে এসে তাও ভুলে গেছি।