একটা জীবন শুকিয়ে যায় সূর্যতাপে
বুকের ভেতর ধড়ফড়ানি রক্তচাপে
তৃষ্ণা খিদের নির্ঘুম রাতে নীরবে জ্বলে
একটা খাতার ছন্দেরা যায় অস্তাচলে
একটা জীবন হাসতো শতেক শিশুর মুখে
সবুজ পাতায় রঙ মাখাতো আপন সুখে
গড়তে জীবন ঘাম ঝরাতো পথের পরে
ছন্দে মাতাল খুঁজতো দোসর মনের ঘরে
একটা জীবন ছাড়লো যে ঘর কিসের টানে
হারতে হারতে হার মেনেছে অসম্মানে
একটা জীবন ক্লান্ত ভীষণ বিষন্নতায়
মৌন লিপি মৌ হারিয়ে নির্জীবতায়…
একটা জীবন শরীর পোড়ায় রাত্রিবাসে
রাত্রিযাপন প্রাণহীন এক কোলবালিশে
একটা জীবন তৃষ্ণা মেটায় চায়ের কাপে
অবহেলায় রোজ ক্ষয়ে যায় বাষ্পতাপে…