ঘুরে ঘুরে এই প্রকৃতি কী কথা কয় ?
সে বলে যার প্রেমের মতন আর কিছু নয় !
এই যে ভালবাসছি আমি সাতসাগরা ধরিত্রীকে,
এই যে স্নেহের সুধা, সুধায় ছড়িয়ে দিলুম শরীরটিকে—
স্নিগ্ধ সবুজ ললাট মেলে সেই যেখানে দিগন্তে সে
আপন মনে তাকিয়ে থেকে একটুখানি স্বপ্নে মেশে—
তার বুকে যে শ্রান্তিবিহীন তৃপ্তিবিহীন জ্বলছে প্রণয়
কেই জানো তা ! সে শুধু কয়, প্রেমের মতো আর কিছু নয়।
এখন তখন যখন যাকে দেখছি মনে হচ্ছে চেনা,
হাত বাড়িয়ে ডাকছে তারা ‘দে না রে ভাই হৃদয় দে না’।
দুচোখ ভরা স্নেহের প্লাবন শূন্যে নাচে প্রাণের মুঠো,
বাঁধনহারা কাঁপন তোলে উদাসী দিনরাত্রি দুটো—
সবাই মিলে তারা আমায় গুণগুনিয়ে কেবল শোনায়,
তোমরা শোনো প্রেমের মতো আর কিছু নয় আর কিছু নয়।
সে তো কেবল এই কথাটাই গুনগুনিয়ে নৃত্যে ফেরে,
‘দে তোরা দে, আমার বুকে স্নেহের আগুন জ্বালিয়ে দে রে। ’
আকাশ ভরা নীল টলেছে মাটির ভরা-বুকের টানে,
একূল ওকূল দুকূল ভেঙ্গে জল ছুটে যায় কী সন্ধানে,
গাছ কেঁপে যায় ফুল তোলে মুখ, সন্ধ্যা ভোরের আলোর বিনয়—
সবাই মিলে গান তুলেছে, প্রেমের মতো আর কিছু নয়।